🌙 চাঁদের ডায়রি


গল্প:
রাতে একলা বসে চাঁদের সঙ্গে কথা বলে সোহিনী। সে ভাবে চাঁদ তার মনের সব কথা বোঝে। একদিন সে লিখে ফেলে — "তুমি কি জানো, ভালোবাসার চেয়ে বড় একাকীত্বটা কেমন?" চাঁদ সেদিন একটু বেশিই উজ্জ্বল ছিল।