🔥 আলোর পথ


গল্প:
গ্রামের ছেলে অনন্ত নিজের হাতেই বানিয়েছিল একটা ছোট বাতিঘর, যেন সন্ধ্যায় তার দাদিমা আর ছোট ভাই পথ চিনে বাড়ি ফিরতে পারে। এক ঝড়ে বাতিঘর ভেঙে গেল, কিন্তু সে আবার বানালো – এইবার আরও উঁচু, আরও উজ্জ্বল।