🍂 শেষ বৃষ্টি
গল্প:
কলকাতার বর্ষার শেষ দিনে রিক্সায় করে যাচ্ছিল দীপ্তি। হঠাৎ চোখে পড়ে সাবেক প্রেমিক রুদ্রকে – বৃষ্টির ভেজায়ও তার চোখে ছিল শুষ্কতা। তারা একে অপরের দিকে তাকাল, বলার মতো কিছু ছিল না, শুধু একটা স্মৃতি ভেসে উঠল – "বৃষ্টি এলেই তুমি কফি খেতে চাইতে।"
0 মন্তব্যসমূহ